বই বানানোর নেশা পেয়েগেছে। তাই গতকাল একটি ইউবুক বানিয়েছিলাম বাচ্চাদের। যেখানে কিছু ফলের পরিচিতি ছিল। আজকে তাই বড়দের জন্য একটি ইবুক বানিয়ে ফেললাম। ইবুক টি একটি কবিতার বই।
যা ১৯৯৯ সালে একুশে বই মেলায় প্রকাশ পায় (আমার খালাতো ভাইয়ার লেখা) । ভাইয়া হয়তো নিজেও এই বইয়ের কথা ভুলে গিয়েছে। আজকে অনেকদিন পর আমার ড্রায়ারে এর একটি কপি পেয়েছি!! আর হ্যাঁ বইয়ের পাতার মাঝে, মাঝে কিছু বাচ্চাদের আঁকাআঁকি পাবেন, যা আমি নিজে দাগাদাগি করে তৈরি করেছিলাম ছোট্ট বেলায়
আজ আর দাগাদাগি করি নাহ, আজ আমি কিছু কবিতার মানে বুঝতে পারি। তার মানে আমি বড় হয়ে গিয়েছে। হাহাহা!!
বইটি ২৪ মেগা সাইজের হয়েছে । তাই জিপ করে ৭ মেগা বানিয়ে আপনাদের জন্য আপলোড দিলাম। ডাউনলোড করে জিপ ওপেন করলেই বইটি পেয়ে যাবেন। আশা করছি কবিতা গুলো মন্দ লাগবে নাহ
বইটি যদি ডাউনলোড করে ভালো লাগে তবে আশা করি মন্তব্য করবেন বা আমাকে মেসেজে জানাবেন। আগামী ইবুক তৈরি করার জন্য আপনাদের সাড়া খুবি প্রয়োজন।